শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম, পণ্ডিতপুরে শনিবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল স্বামী বিবেকানন্দের ১৬৪তম আবির্ভাব তিথি মহোৎসব। ১০ই জানুয়ারি ২০২৬, শনিবার বিশ্ববিজয়ী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আশ্রমের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পণ্ডিতপুর গ্রাম পরিক্রমা করে এবং এতে আশ্রমের সন্ন্যাসী, ভক্ত ও স্থানীয় মানুষজন অংশগ্রহণ করেন। স্বামীজির আদর্শ, মানবপ্রেম ও দেশসেবার বার্তা ছড়িয়ে দিতে এই মহোৎসব অনুষ্ঠিত হয়।