ইটাহার: কোদাল, বেলচা, ডালি হাতে ইটাহার চৌরঙ্গী মোড় এলাকায় রাস্তার নোংরা আবর্জনা সাফায়ে নামলেন খোদ MLA মোশারফ হুসেন
কোদাল, বেলচা, ডালি হাতে ইটাহারের রাজপথে সাফাই অভিযানে নামলেন খোদ বিধায়ক। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার পরিচ্ছন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযানের আয়োজন করেছিল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের কর্মসূচির নামাঙ্কিত টিসার্ট পড়ে বিধায়ক মোশারফ হোসেনের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সহ সভাপতি সাহেরুল হক, ব্লকের যুব তৃণমূল নেতৃত্ব সহ শতাধিক কর্মী সমর্থকরা।