শান্তিপুর: শান্তিপুর রেড লাইট এলাকায় দুই যুবককে মারধরের অভিযোগ, মালো পাড়া থেকে গ্রেফতার 3 অভিযুক্ত
Santipur, Nadia | Oct 24, 2025 শান্তিপুর রেড লাইট এলাকায় দুই যুবককে মারধরের অভিযোগ, মালো পাড়া থেকে গ্রেফতার 3 অভিযুক্ত। সূত্রের খবর, গত 21 তারিখ রাতে শান্তিপুর রেড লাইট এরিয়ায় 2 যুবক কে ব্যাপক মারধর করে 3 দুষ্কৃতী। সেই ঘটনায় গুরুতর আহত দুই আক্রান্ত শান্তিপুর থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর এর পরই বৃহস্পতিবার রাতে 3 অভিযুক্তকে মালো পাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।