কৃষ্ণনগর ১: ঘূর্ণি এলাকায় ট্রাক্টর পার্টির ঘটনার CCTV ফুটেজ প্রকাশ্যে এলো
মঙ্গলবার ইট বোঝাই ট্রাক্টর পাল্টি হওয়াতে যানজটে সৃষ্টি হয় রাস্তায়।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার অন্তর্গত ঘূর্ণি এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর। বুধবার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশে এলো।