বরাবাজার শহরকে যানজট থেকে মুক্ত করতে অভিনব প্রয়াস নিল বরাবাজার থানা প্রশাসন শনিবার দুপুরে বরাবাজার শহর এলাকার সমস্ত দোকানদারদের নিয়ে থানা প্রাঙ্গনে এক বৈঠক করলেন বরাবাজার থানার আধিকারিক সিদ্ধার্থ সাহা। মূলত বরাবাজার শহরকে যানজট মুক্ত করে সাধারণ মানুষের যাতায়াতকে সুগম করতে কিছু কিছু নিয়ম শৃঙ্খলা জারি করা হয়েছে সেই বার্তাগুলো জানাতে আজকের এই বৈঠক। যানজট বেড়াতে হলে ব্যবসায়ীদের সহযোগিতা একান্ত প্রয়োজন তাই তাদেরকে নিয়েই প্রথম বৈঠক।