চাকদা: রেল স্টেশন থেকে রেল যাত্রীর মোবাইল ফোন চুরির অভিযোগ,চাকদা স্টেশন থেকে এক মোবাইল চোরকে গ্রেফতার করলো রানাঘাট জি আর পি
Chakdah, Nadia | Oct 17, 2025 রেল স্টেশন থেকে রেল যাত্রীর মোবাইল ফোন চুরির অভিযোগ,চাকদা স্টেশন থেকে এক মোবাইল চোরকে গ্রেফতার করলো রানাঘাট জি আর পি। সূত্রের খবর, গত কয়েক দিন আগে চাকদা রেল স্টেশন থেকে এক রেল যাত্রীর মোবাইল ফোন চুরি হয়ে যায়। সেই ঘটনায় মোবাইলের মালিক রানাঘাট জি আর পি তে অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর এর পরই সেই ঘটনার তদন্ত করে ওই ঘটনায় যুক্ত এক ব্যক্তিকে চাকদা থেকে গ্রেফতার করে রানাঘাট জি আর পি। শুক্রবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে।