রানিনগর ২: শ্যামদাসদিয়ার গ্রামে স্বামীর মারে আহত স্ত্রী, উন্নত পরিষেবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল OC ও BMOH
স্বামীর মারে আহত স্ত্রী, উন্নত পরিষেবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল রানীনগর থানার ওসি,ও গোধোনপাড়া হসপিটালের বি এম ও এইচ এবং স্থানীয় সাংবাদিক। সূত্রের খবর আজ বিকেলে শ্যামদাসদিয়ার গ্রামের সারজিনা খাতুন তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এমত অবস্থায় স্বামী বাড়িতে এসেই তার স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করেন স্ত্রীকে মোবাইলে এত ওয়েটিং পাওয়ার জন্য। আর তারপরেই গুরুতরভাবে আহত হয়ে পড়েন স্ত্রী । স্থানীয় লোকজনের তৎপরতাই উদ্ধার করে হাসপাতালে নি