খড়গ্রাম: অবৈধ বালির জাল ছিন্ন করতে মাঠে খরগ্রাম থানার পুলিশ
অবৈধ বালি ব্যবসার বিরুদ্ধে কড়া নজরদারি! মুর্শিদাবাদের খরগ্রাম থানার পুলিশের তৎপরতায় তোলপাড় বালি ব্যবসায়ীদের মহল। বুধবার সন্ধ্যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, খরগ্রাম এলাকার একাধিক বালি ব্যবসায়ীরা চড়া দামে অবৈধভাবে বালি বিক্রি করছেন। এই অভিযোগের ভিত্তিতে এদিন খরগ্রাম থানার পুলিশ অভিযান চালায় বিভিন্ন এলাকায়। তল্লাশি চালিয়ে ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র যাচাই করে প্রত্যেক নথিপত্র খতিয়ে দেখা হয়।