মেদিনীপুর: সব থেকে বড় ছট পুজোর আয়োজন ডিএভি ঘাটে ! নতুন রাস্তা সহ পরিকাঠামো সম্পন্ন হল রবিবার
সোমবারই ছট পুজোর ধুমধাম দেখা যাবে বিভিন্ন এলাকায়। মেদিনীপুরের ডিএভি ঘাটে সবথেকে বড় আকারে ছট পুজোর আয়োজন এবারও হচ্ছে। পৌরসভার উদ্যোগে স্থানীয় কাউন্সিলর চন্দ্রানি দাস নিজে উপস্থিত থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলেন রবিবার। করা হলো নতুন রাস্তাও।