তুফানগঞ্জ ১: নাটাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ৮/২২ নং বুথ চাড়াল জানি এলাকায় আয়োজিত তৃণমূলের তরফে SIR নিয়ে আলোচনা সভা
সোমবার বিকেলে নাটাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের চাড়াল জানি এলাকায় এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রী, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন বর্মা ছাড়াও অন্যান্যরা।