কাঁকসা: রাজ্যে মহারাষ্ট্র বা দিল্লি মডেল হবে না,SIR নিয়ে পানাগড়ে বললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা
কাঁকসা:-রাজ্যে SIR হলেও ভোটার তালিকা থেকে একটাও নাম বাদ যাবে না।নির্বাচনের আগে বিজেপি SIR নিয়ে নাটক করছে।যদি SIR করতেই হতো তাহলে আগের লোকসভা নির্বাচনে কেন করে নি।কাঁকসায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির উদ্যেশ্যে এমনই মন্তব্য করেন,রাজ্যের শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।শনিবার কাঁকসার পানাগড় বাজারে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের সমস্ত কর্মী দের নিয়ে বিজয়া সন্মেলন অনুষ্ঠিত হয়ে।সেখানে উপন্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সহ অন্য