মাদারিহাট: মঙ্গলবার থেকে খুলল জলদাপাড়া জাতীয় উদ্যান, সাতসকালে শুরু হল কার ও এলিফ্যান্ট সাফারি
তিনমাস পর খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ্যানের দুয়ার। মঙ্গলবার সাতসকালে শুরু হল কার সাফারি এবং এলিফ্যান্ট সাফারি। এদিন বনদপ্তরের তরফে জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে ফুল দিয়ে পর্যটকদের স্বাগত জানানো হয়। এরপরই জাতীয় উদ্যানে ঢুকতে থাকে সাফারির হাতি এবং গাড়িগুলি। জলদাপাড়া পূর্ব, পশ্চিম, উত্তর রেঞ্জ, চিলাপাতা, নীলপাড়া, কোদালবস্তি, নীলপাড়া রেঞ্জের পর্যটন রুটগুলি আগেভাগেই সাফাই করা হয়েছিল। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জলদাপাড়া টাওয়ারে ফেন্সিং এবং