গলসি ২: সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গলসি ২ আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল কুলগড়িয়া পার্টি অফিসে
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গলসি ২ আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল কুলগড়িয়া পার্টি অফিসে। রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলেইষ এই সম্মেলন। সম্মেলনের প্রথম পর্যায়ে গতকাল উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করেন কমরেড কাজী জেবউন্নিসা। এছাড়াও শহীদ বেড়ে মাল্যদান করেন রাজ্য নেতৃত্ব কমরেড অপর্ণা সাহা কমরেড মনিমালা দাস কমরেড জয়শ্রী বিষ্ণু। সমস্ত প্রতিনিধি কমরেডদের পক্ষে মাল্যদান করেন সংগঠনের গোলসি ২ আঞ্চলিক কমিটির সম্পাদিকা পুষ্প দে