বিশালগড়: পূর্ব গোকুলনগর অসুস্থ কার্যকরতার পাশে দাঁড়ালেন বিদায়কা
আজ কমলাসাগর বিধানসভার অন্তর্গত পূর্ব গোকুলনগরে প্রাক্তন উপ-প্রধান শিপ্রা দেবনাথের বাড়ির পাশেই দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকা চন্দন দেবনাথের খোঁজ নিতে তাঁর বাড়িতে গিয়েছিলাম। পরিবারের সঙ্গে কথা বলেছি এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়ে অবগত হয়েছি।চন্দন বাবুর দ্রুত সুস্থতা কামনা করি কসবেশ্বরী মায়ের চরণে। পরিবারের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকব।