ক্যানিং ১: মায়ের বকুনি খেয়ে ক্যানিং এর মধ্য ডেভিসাবাদ গ্রামে চরম সিদ্ধান্ত কিশোরীর
মায়ের বকুনির জেরে অভিমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মাসুমা মোল্লা নামে ঐ কিশোরী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার মধ্য ডেভিসাবাদ গ্রামে। মাসুমার মা ফরিদা বিবির দাবি, পড়াশুনা না করার কারণে তিনি মেয়েকে বকাবকি করেছিলেন। আর সেই অভিমানেই মেয়ে ঘরে থাকা রাসায়নিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।