পুরুলিয়া ২: আগামীকাল আদ্রা ভাগা দুটি মেমু প্যাসেঞ্জার ট্রেন ক্যান্সেল থাকবে
রেলের প্রযুক্তিগত কিছু কাজের জন্য আগামীকাল অর্থাৎ ১০ তারিখ দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা এবং ভাগা জংশনের মধ্যে চলাচলকারী দুটি বিপরীতমুখী দুটি মেমু প্যাসেঞ্জার ট্রেন ক্যানসেল থাকবে । ট্রেন দুটি হল 68077 এবং 68078 আদ্রা ভাগা আদ্রা লোকাল ।