পোলবা-দাদপুর: পোলবার মহানাদ অ্যাথলেটিক ক্লাবের কালী পূজো এ বছর ৩৪ তম বর্ষে পদার্পণ করল
পোলবার মহানাদ অ্যাথলেটিক ক্লাবের কালী পূজো এ বছর ৩৪ তম বর্ষে পদার্পণ করল। আজ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ এই পুজো প্যান্ডেলে উপচে পড়া দর্শনার্থীদের ভিড়। পোলবার মহানাদে ১৬ টিরও বেশি কালীপুজো হয়ে থাকে। প্রতিটি বারোয়ারি কমিটি মন্ডপ থিম আলোকসজ্জা ও প্রতিমায় একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায়,,