২২ শে ডিসেম্বর সাঁওতালি ভাষা দিবস এবং মকর সংক্রান্তির পর আদিবাসী সম্প্রদায়ের দামোদর অনুষ্ঠান নিয়ে বিশেষ প্রস্তুতি মিটিং করল ভারত জাকাত মাঝি পারগানা মহল এর বিলাকাঠিয়া মুলুক। বৃহস্পতিবার গোপীবল্লভপুরের সোনাহারা তিলকা চকে হয় এই মিটিং। উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর প্রাক্তন ঝাড়গ্রাম জেলা পারগানা ধাঙ্গা হাঁসদা সহ অন্যান্য মাঝি বাবারা। এদিনের মিটিংয়ে সাঁওতালি ভাষা দিবস এবং দামোদর অনুষ্ঠান কিভাবে পালন হবে তার আলোচনা হয়।