কেশপুর: কেশপুরে শহীদ ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত তৃণমূলের মুখপাত্র সহ বিধায়ক ও মন্ত্রী
কেশপুরে আয়োজিত হল তৃণমূলের বিজয়া সম্মেলনে। কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা প্রায় তিনটা নাগাদ আয়োজিত হয় বিজয়া সম্মেলনী। কেশপুরের শহীদ ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে এদিন আয়োজিত হয় এই অনুষ্ঠান। এদের এই বিজয়ের সম্মেলনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র ঋজু দত্ত, মন্ত্রী শিউলি সাহা , ঘাটাল সাংগঠনিকের জেলা সভাপতি অজিত মাইতি, চেয়ারম্যান রাধাকান্ত মাইতি , জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক।