চোপড়া: প্রয়াত হলেন হাপতিয়া গজের পীর সাহেব সৈইয়দ আব্দুস সুকুর আহাম্মেদ রহমতুল্লাহি আলাইহি
প্রয়াত হলেন হাপতিয়া গজের পীর সাহেব সৈইয়দ আব্দুস সুকুর আহাম্মেদ রহমতুল্লাহি আলাইহি । শুক্রবার দুপুর তিনটের সময় হাপতিয়াগঞ্জ স্কুল মাঠে জানাযার নামাজে একত্রিত হয় হাজার হাজার মানুষ। পীর সাহেব হিসেবে উনার ভূমিকা নিশ্চয়ই এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। উনার ওপর মানুষের যে ভালোবাসা ও শ্রদ্ধা ছিল, তা উনার জানাযায় মানুষের ঢল দেখেই বোঝা যায়।