ভাতার: ভাতারের নর্জা এলাকায় ব্লরো গাড়ির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, ট্রাক্টর ছিটকিয়ে পড়ল ধান জমিতে,
ঘটনায় আহত তিনজন
ভাতারের নর্জা এলাকায় bluro গাড়ির সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, ট্রাক্টর ছিটকিয়ে পড়ল ধান জমিতে। ঘটনায় আহত তিনজন। মঙ্গলবার ৫ঃ৩০ মিনিটে উদ্ধার করে পাঠানো হলো চিকিৎসায়। ভাতারের বাদশাহী সড়কে নর্জা এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে বোলরো চার চাকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল আজ।ঘটনায় আহত হয়েছেন তিনজন। ট্রাক্টরের দুজন ও চার চাকার একজন। স্থানীয় মানুষজন ও পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ভাতার ব্লক হসপিটালে।