আজ অঙ্গীকার যাত্রা উপলক্ষে 'জাগো নারী জাগো বহ্নিশিখা'র আহ্বানে খাতড়া শহরে বৈকাল চারটা নাগাদ মহিলাদের একটি সুসজ্জিত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন লীনা সরকার। মিছিলে ৫০ জন মহিলা অংশগ্রহণ করেন। এছাড়াও গোটা খাতরা শহরে টোটো মাইক সহযোগে অঙ্গীকার যাত্রা বিষয়ে প্রচার করা হয়।