বাংলা বিরোধী SIR এর বিরুদ্ধে পাতলা খাওয়া এলাকায় পথসভা ও প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূল, উপস্থিত তৃণমূলের ব্লক সভাপতি। বৃহস্পতিবার বিকেলে কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত পাতলা খাওয়া অঞ্চলের পাতলা খাওয়া বাজারে এলাকা থেকে পথসভা শেষে প্রতিবাদ মিছিলের সূচনা হয়। এদিন এই কর্মসূচি নেতৃত্ব দেন তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।