সোনামুড়া: একাধিক দাবিতে সোনামুড়া মহকুমা শাসকের নিকট কংগ্রেসের ডেপুটেশন
সোনামুড়া মহকুমা শাসকের নিকট কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ডেভুটেশন প্রদান করল সোনামুড়া কিষান কংগ্রেস। মঙ্গলবার জেলা কংগ্রেসের উদ্যোগে, রেগার শ্রমিকদের বকেয়া আদায়, দূর্গা পূজার পূর্বে রেগার শ্রমিকদের অন্তর পক্ষে দশ দিন কাজ প্রদান করা, এ সমস্ত বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।