কোচবিহার ১: তোরসার জলস্তর বাড়লে বাড়িতে থাকতে পারবো না, আশঙ্কায় ঘুম হবে না, ক্ষোভ প্রকাশ কোচবিহারে তোরসা পাড়ের বাসিন্দা
টানা কয়েকদিনের বৃষ্টিতে জলস্তর বেড়েছে কোচবিহারের তোরসা নদীতে। আর যার ফলে বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে কোচবিহার শহর সংলগ্ন তোরসা নদীর পাড়ের এলাকাগুলোতে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন তোর্সা পাড়ের বাসিন্দারা। তাদের দাবি জলস্তর আরেকটু বাড়লে বাড়িতে থাকতে পারবো না, এই আশঙ্কায় রাতে ঘুম হবে না। দীর্ঘদিন ধরে সেতুর দাবি থাকলেও কোন সরকার তা পালন করছে না। এদিন এক বাসিন্দা কি জানিয়েছেন শুনে নেব