বালুরঘাট: একাদশীর রাতে বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মঘাতী কাঠ মিস্ত্রী, চাঞ্চল্য বালুরঘাটের রঘুনাথপুরে
একাদশীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক কাঠমিস্ত্রি। মৃতের নাম জগন্নাথ সূত্রধর(৩০)। বাড়ি বালুরঘাট শহরের রঘুনাথপুর রঘুনাথ মন্দির সংলগ্ন এলাকায়৷ বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে ঘরের দরজা ভেঙে উদ্ধার করে ওই যুবককে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শনিবার দুপুর দেড়টায় বালুরঘাট থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে। কি কারনে ওই কাঠমিস্ত্রি আত্মঘাতী হলো তা নিয়ে ধন্দে পরিবার পরিজন।