ইংরেজবাজার: মালদায় আর জি কর ডাক্তারি পড়ুয়ার মৃত্যু! ধৃত চিকিৎসক পড়ুয়ার ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
মালদায় আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ। রবিবার বিকেলে আনুমানিক পাঁচটা নাগাদ মালদা জেলা আদালত থেকে ধৃত ডাক্তারি পড়ুয়াকে ছয় দিনের পুলিশি হেফাজতে নিয়ে যায় ইংলিশ বাজার থানার পুলিশ।উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজের এক ডাক্তারি পড়ুয়া গত শুক্রবার রাতে মালদায় রহস্যজনক মৃত্যু হয়। মৃতের নাম অনিন্দিতা সোরেন। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে।