ইংরেজবাজার: তৃণমূল কর্মী গুলি কাণ্ডে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে লক্ষীপুর কলোনি এলাকায় দলীয় পতাকা হাতে রাস্তায় মহিলারা
ইংরেজবাজারের তৃণমূল কর্মী গুলি কাণ্ডে এবার তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নামলেন মহিলারা। মঙ্গলবার দুপুরে ইংরেজবাজারের লক্ষীপুর কলোনিতে মিছিল করেন শতাধিক তৃণমূলের মহিলা কর্মী সমর্থক। অভিযোগ, তৃণমূল কর্মী আতিমূল মমিন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মিথ্যে নাম জড়ানো হচ্ছে দেড় মাস আগের আবুল কালাম আজাদ খুনের ঘটনায় ধৃত মাইনুল শেখের ছেলেকে। রাজনীতির কারণে মাইনুলের ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে দাবি আন্দোলনকারী মহিলাদের।