চাপড়া: চাপড়ার বাঙালঝিতে বিধায়ক রূকবানুর রহমানের উদ্যোগে চালু হলো শিশু উদ্যান
Chapra, Nadia | Sep 19, 2025 চাপড়া বিধানসভার বাঙালঝিতে এলাকার মানুষের দাবি মেনে তৈরি হল শিশু উদ্যান। চাপড়ার বিধায়ক রূকবানুর রহমানের উদ্যোগে এই শিশু উদ্যান নির্মিত হয়। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থানুকূলে বাঙ্গালঝী ইনসাফ ক্লাব ময়দানে শিশু উদ্যান এর শুভ উদ্বোধন হল। উপস্থিত ছিলেন বিধায়ক রুকবানুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি, চাপরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব ব্রহ্মসহ অন্যান্য নেতৃত্ব শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেই ছবি উঠে এলো