আউশগ্রাম ২: আউশগ্রামের কৌচা এলাকায় পোলট্রি মুরগির ফার্ম থেকে একটি ময়াল সাপ উদ্ধার করলেন বনকর্মীরা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
আউশগ্রামের কৌচা এলাকায় সোমবার পোলট্রি মুরগির ফার্ম থেকে একটি ময়াল সাপ উদ্ধার করলেন বনকর্মীরা। তারপর সাপটিকে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর এদিন আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ দেবশালার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, ফার্মের শ্রমিকরা কাজ করার সময় ওই ময়াল সাপটিকে দেখতে পান। আর এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এব্যাপারে আউশগ্রামের সোয়াই বিটের দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার পিনাকি ভট্টাচার্য জানান, প্রায় ১৫ কেজি ওজনের ওই ময়াল সাপটি প্রায় ৫ ফুট লম্বা।