খাতড়া: রাইপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাক্তন রেলকর্মীর মৃত্যু, জখম এক যুবক
Khatra, Bankura | Nov 13, 2025 রাইপুর-হলুদকানালী রাজ্য সড়কে বৃহস্পতিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পুরানডি গ্রামের প্রাক্তন রেলকর্মী আদিত্য মাহাতো (৬৪)-এর। মদনডি গ্রামের রমেশ মাহাতোর মোটরবাইক ধাক্কা মারে তাঁকে। দুজনেই রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে খাতড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আদিত্যবাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম রমেশকে বাঁকুড়া মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আদিত্যবাবুর পরিবারে।