ডোমকল: ডোমকলে ভেজাল মশলার কারখানায় হানা, বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী উদ্ধার
ডোমকলে ভেজাল মশলার কারখানায় হানা, বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী উদ্ধার মুর্শিদাবাদের ডোমকলে ভেজাল মশলা তৈরির অভিযোগে বড়সড় অভিযানে চাঞ্চল্য। বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডোমকল এসডিএইচ-এর এফএসও ইমামুল হকের নেতৃত্বে জয়রামপুরের সেলিম বিশ্বাসের মশলা তৈরির ইউনিটে হানা দেওয়া হয়। অভিযানে উদ্ধার হয়— ২৩ কেজি ভেজাল লাল লঙ্কার গুঁড়ো, ১৪ কেজি ভেজাল হলুদের গুঁড়ো, ১২ কেজি ভেজাল জিরার গুঁড়ো, ৭ কেজি ময়দা, ১১৫টি ব্যবহৃত ও ৫টি অব্যবহৃত কৃত্রিম রংয়ের প্