খানাকুল ১: কালীপুজোর উদ্বোধনে"পশ্চিমবঙ্গে SIR হবেই"পোস্টার দেওয়া পায়রা উড়ালেন পুরশুড়া বিধায়ক,তীব্র বিরোধিতা শাসক নেতার
পুজোর উদ্বোধনে গিয়ে"পশ্চিমবঙ্গে SIR হবেই"পোস্টার দেওয়া পায়রা উড়ালেন পুরশুড়া বিধায়ক।তাকে ঘিরে শুরু তৃণমূল বিজেপি তরজা।সম্প্রতি SIR নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।SIR এর দাবিতে বারবার সরব হতে দেখা গেছে বিজেপিকে।শাসক দল SIR বিরোধী অভিযোগ তুলেছেন।সোমবার আরামবাগের সতীতলায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে পুরশুড়ার বিজেপি বিধায়ক এই পোস্টার দেওয়া পায়রা উড়ানো আবারও শাসক দলকে নিশানা করেছে।বিষয়টি নিয়ে তীব্র বিরোধিতা করেন তৃণমূল রাজ্য সম্পাদক।