কোচবিহার ১: আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা জারি, কোচবিহারে মানুষকে সচেতন করতে উদ্যোগী জেলা প্রশাসন
আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা জারি, কোচবিহারে মানুষকে সচেতন করতে উদ্যোগী জেলা প্রশাসন। উল্লেখ্য আজ এবং আগামীকাল কোচবিহারে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রীতিমতো সতর্কতা জারি করা হয়েছে। সেই মোতাবেক কোচবিহার জেলার প্রশাসনের উদ্যোগে কোচবিহার জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে মানুষকে সচেতন করতে উদ্যোগী করা হয়েছে। ভারী বর্ষণের ফলে যে কোন সময় যেকোনো এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।