সীমান্ত গ্রামের মহিলাদের স্বনির্ভরতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ১০ দিনের পাটজাত দ্রব্যের হস্তশিল্পের ট্রেনিং শেষ হল দিনহাটার চৌধুরীরহাটে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অন জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার টেকনোলজি এর উদ্যোগে শ্রদ্ধা এফপিসির ব্যবস্থাপনায় সীমান্ত গ্রামের তপসিলি মহিলাদের ১০ দিনের ওই ট্রেনিং শিবির শেষ হয় শনিবার। দিনহাটা ২ নং ব্লকের চৌধুরীরহাটে রামকৃষ্ণ আশ্রমের ট্রেনিং হলে ওই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।