ঝাড়গ্রাম: হাতির হাত থেকে ঝাড়গ্রামের মানুষকে সুরক্ষিত করতে ঝাড়গ্রাম বনবিভাগে ৫টি হাতির অবস্থান প্রকাশিত করল বনদপ্তর
হাতির হাত থেকে ঝাড়গ্রামের মানুষকে সুরক্ষিত করতে ঝাড়গ্রাম বনবিভাগে ৫টি হাতির অবস্থান প্রকাশিত করল বনদপ্তর । শনিবার ঝাড়গ্রাম বন বিভাগের তরফ থেকে হাতির অবস্থান প্রকাশিত করা হয়। যার ফলে এলাকার মানুষজন নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম রেঞ্জে ১টি হাতি রয়েছে । লোধাশুলি রেঞ্জে ১ টি হাতি রয়েছে। মানিকপাড়া রেঞ্জে ৩টি হাতি রয়েছে। বনদপ্তরের তরফ থেকে হাতির অবস্থান প্রকাশ করে যে জঙ্গলে প্রবেশ নিষেধ করেছে বনদপ্তর।