বরাবাজার: নিজেদের উদ্যোগে উলদা গ্রামের রাস্তা মেরামত করল গ্রামবাসীরা
গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে মেরামত করল গ্রামের রাস্তা। বরাবাজার ব্লকের অন্তর্গত উলদা গ্রামের কাঁচা রাস্তা ভারী বর্ষায় বেহাল দশায় পরিণত হয়েছিল। সেই বেহাল রাস্তা নিজেদের উদ্যোগে সোমবার সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৪:০০ টা পর্যন্ত গ্রামের মানুষ জন জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে তা মেরামত করে