খেজুরি ১: হার্মাদ মুক্ত দিবসে আজ খেজুরীতে পরিবর্তনের ডাক তৃণমূলের সাংগঠনিক জেলা যুব সভাপতি জনাব জালাল উদ্দিন খানের
২০১০ সালের ২৪শে নভেম্বর CPI(M) নেতা কর্মীদের খেজুরী ছাড়া করে হার্মাদ মুক্ত দিবসের ডাক দিয়েছিল তৃণমূল।আজ সেই দিন স্মরণে খেজুরী-১ব্লকের বাঁশগোড়া বাজারে সমাবেশ করলো তৃণমূল কংগ্রেস।এই সমাবেশে বক্তব্য প্রসঙ্গে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি জালাল উদ্দিন খান ২০২৬শের বিধান সভা নির্বাচনে খেজুরীতে পরিবর্তনের ডাক দেন।এবং বাঁশগোড়া বাজারে তৃণমূল কর্মীদের উপর BJP ফের অত্যাচার করলে তাদের ও CPI(M)র হার্মাদ দের মত অবস্থা হবে বলে হুঁশিয়ারি দেন