খেজুরি ২: গোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালন সমিতি নির্বাচনে ৯-০ ফলাফলে তৃণমূলকে পরাস্ত করে জয়ী BJP,আজ বিজয় উল্লাস
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী বিধানসভায় খেজুরী ২নং ব্লকের গোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালন সমিতি নির্বাচনে ৯-০ ফলাফলে তৃণমূলকে পরাজিত করে BJP রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছে। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই এলাকার বিধায়ক শান্তনু প্রামানিক সহ BJP নেতা পবিত্র দাস। 2026শের বিধানসভা নির্বাচনের পূর্ব BJP এই সাফল্যে