আরামবাগ: কালীপুজো দেখে বাড়ি ফেরার পথে বাদলকোনায় ট্রাক্টরের সাথে বাইকের সংঘর্ষে মৃত্যু হল যুবকের,গুরুতর আহত দুই
কালীপুজো দেখে বাড়ি ফেরার পথে বাদলকোনায় ট্রাক্টরের সাথে বাইকের সংঘর্ষ মৃত্যু হল যুবকের,গুরুতর আহত দুই।ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে আরামবাগের বাদলকোনায়।মৃতর নাম পূর্ণেন্দু রায়।২২।জানা যায়,সোমবার শান্তনু সাঁতরা ও কৃষ্ণ রায়কে নিয়ে পূর্ণেন্দু তার মামা বাড়ি এসেছিল।ভোরে একটি বাইকে করে বাড়ি ফিরছিলো।মামা বাড়ি থেকে কিছুটা দূরে ট্রাক্টরের সাথে তাদের বাইকের সংঘর্ষ হয়।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পূর্ণেন্দুকে মৃত ঘোষণা করেন।কৃষ্ণ ভর্তি থাকলেও শান্তনুকে স্থানান্তরিত করা হয়।