ঝালদা ২: কোটশীলাতে সম্পন্ন হল আদিবাসী কুড়মী সমাজের ব্লক সম্মেলন, উপস্থিত মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতো
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ আদিবাসী কুড়মী সমাজের ঝালদা ২ নম্বর ব্লক কমিটির সম্মেলন সম্পন্ন হল আজ। এই সম্মেলনটির আয়োজন করা হয়েছিল কোটশিলা ঝাড়খন্ড মেলা কমিউনিটি হল সংলগ্ন এলাকায়। সম্মেলনে সংগঠনের মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতো এবং রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন ।