বাঘমুণ্ডী: বাগমুন্ডি বিবেকানন্দ শিশু মন্দিরের ৪০ তম অভিভাবক সম্মেলন আয়োজিত হলো, উপস্থিত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক জাতীয় শিক্ষক
বাগমুন্ডি বিবেকানন্দ শিশু মন্দিরের ৪০ তম অভিভাবক সম্মেলন আয়োজিত হলো, উপস্থিত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক জাতীয় শিক্ষক। রবিবার দুপুর তিনটা পর্যন্ত বাগমুন্ডি বিবেকানন্দ শিশু মন্দিরের চল্লিশ তম অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্জলন ও অতিথিদের বরণ করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শিক্ষা কেন্দ্রের বিকাশ ও উন্নয়ন সাধনে বিশিষ্ট জনেরা সকলে মতামত রাখেন। স্কুলের সভাপতি, সম্পাদক, ভারপ্রাপ্ত প্রধান আচার্য অন্যান্য আচার্য অভিভাবকগণ ছাত্র-ছাত্রীসহ সকলেই উপস্থিত