বাংলাদেশে দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় একটি প্রতিবাদী পদযাত্রা সংঘটিত করলো বজরং দল। দাঁতনের পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে পুরো দাঁতন বাজার এলাকা পরিক্রমা করে এই প্রতিবাদ পদযাত্রা। পদযাত্রা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী মোঃ ইউনূসের কুশপুতুল দাহ করে বজরং দলের সদস্যরা। প্রসঙ্গত গত কয়েকদিন আগে বাংলাদেশে সংখ্যালঘু দিপু চন্দ্র দাসকে প্রকাশ্যে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে।