কোচবিহার ১: পি ডব্লিউ ডি অফিসের সামনে গাছ পড়ে থাকা নিয়ে খুব প্রকাশ করছে বিশিষ্ট ব্যক্তিরা
গতকাল রাতে টানা বৃষ্টিতে কোচবিহার শহরে সুনীতি স্কুলের সামনে উপরে পড়ল বিশাল আকারের তুললি গাছ দীর্ঘ কয়েক দিন ধরে পিডব্লিউডি অফিসের সামনে এমজেন্স স্টেডিয়ামের দেওয়ালের ওপর পড়ে রয়েছে বহু পুরনো একটি কনকচড়া গাছ। এই নিয়ে রীতিমত প্রশ্ন তুলছে কোচবিহারের বিশিষ্ট ব্যক্তিরা।