তেহট্ট ২: পলাশীপাড়ার বিভিন্ন এলাকায় একাধিক পুজো মন্ডপ পরিদর্শন করলেন বিধায়ক, উদ্বোধন করলেন মন্দিরের সেড
পলাশীপাড়া বিধানসভার বিভিন্ন এলাকায় নবমীর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করলেন পলাশী পাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। বুধবার হাঁসপুকুরিয়া অঞ্চলের চকবিহারী হরিজন পাড়া পূজো কমিটি, চকবাহারীর রথ তলা পাড়া, নাতিপোতা মাঠপাড়া, বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। ঈশ্বরচন্দ্রপুর বকুলতলা বারোয়ারী পুজো কমিটির মন্দিরের সেডের নির্মিত হয় বিধায়ক তহবিলের টাকা থেকে, সেই সেডের উদ্বোধন করেন এদিন। বার্নিয়ার একাধিক পুজো মন্ডপ পরিদর্শন করেন।