ডোমজুড়: পাকুরিয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা বাস ও গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ।
Domjur, Howrah | Sep 19, 2025 শুক্রবার সকালে বড়সড়ো পথ দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল ডোমজুড় থানা অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে পাকুরিয়া এলাকার বাসিন্দারা। শুক্রবার আনুমানিক আটটা চল্লিশ নাগাদ একটি বাসের সাথে একটি এইচপি গ্যাসের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এর ফলে দুমড়ে মুজরে যায় গ্যাস ট্যাংকারটি এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় বড়োসড় দুর্ঘটনা এড়ানো যায় বলে জানা যাচ্ছে, গ্যাস ট্যাংকের টিক কোনভাবে লিক বা বাস্ট হয়ে গেলে আরো বেশি ক্ষতির সম্মুখীন হত স্থানীয় বাসিন্দারা