দুবরাজপুর: দুবরাজপুর পৌরসভায় ভোটাধিকার সুরক্ষায় S.I.R. আলোচনা সভা, উপস্থিত ছিলেন আশীষ বন্দ্যোপাধ্যায়
দুবরাজপুর পৌরসভায় ভোটাধিকার সুরক্ষায় S.I.R. আলোচনা সভা, উপস্থিত ছিলেন আশীষ বন্দ্যোপাধ্যায়।বাংলার ভোটাধিকার সুরক্ষিত রাখতে তথ্যভিত্তিক উদ্যোগ জোরদার করতে সোমবার দুবরাজপুর পৌরসভায় অনুষ্ঠিত হল S.I.R. সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা। নির্বাচনপূর্ব প্রস্তুতি, ভোটার পরিষেবা উন্নয়ন, এবং মাঠপর্যায়ের তথ্য যাচাই এই তিন মূল বিষয়ের ওপর জোর দেন কর্মকর্তারা। এদিনের বৈঠকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিনিধিরা অংশ নেন।