তমলুক: SIR নিয়ে আতঙ্কের দায় নির্বাচন কমিশনের,BJPর এবং তৃণমূলের আজ তমলুকে বলেন CPI(M)র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে CPI(M)র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাজ্যের SIR আতঙ্ক মৃত্যু এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টির জন্যে নির্বাচন কমিশন সহ দুই রাজনৈতিক দল তৃণমূল BJPকে দায়ী করে বলেন ২০০২সালে যে SIR হয়েছিল তখন মানুষকে আতঙ্কগ্রস্ত হতে হয় নি। তখন দিল্লিতে তৃণমূল BJPর NDA জোট সরকার।আর এখন SIR নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আর এর জন্যে দায়ী নির্বাচন কমিশন,তৃণমূল আর BJP