রাজারহাট: দমদম নাগেরবাজারের স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শুক্রবার ভোররাতে স্ত্রীকে খুন করে চম্পট দিল স্বামী। ঘটনাটি ঘটেছে দমদম নাগেরবাজার থানার ছাতাকল অঞ্চলে। অভিযোগ, এদিন ভোর রাতে অমিত বোস নামে এক ব্যক্তি তার স্ত্রী বিউটি বোসকে শ্বাসরোধ করে খুন করে চম্পট দেয়। এই পুরো ঘটনাটা প্রত্যক্ষ করেন তাদের পুত্র সন্তান। এরপরেই তিনি তার মামাকে খবর দেন। সেই খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজনেরা। তারা নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন। মৃত মহিলার পরিবারের দাবি, বছর ১১ আগে অমিত বোসের সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহহয়