সোনামুড়া: মেলাঘর রাম ঠাকুর মন্দিরে টাকার চুরির মামলায় দুই চোরকে ৭বছরের সশ্রম কারাদণ্ড!
মেলাঘর রাম ঠাকুর মন্দির থেকে ৬২ হাজার টাকার চুরির মামলায় মিন্টু নমঃ (২১) এবং রনজিৎ সরকার (২৮) নামের দুই যুবকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড । মামলাটি পরিচালনা করেন সরকার আইনজীবী এডভোকেট চঞ্চল রায় চৌধুরী।